শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৪:৩৫ পূর্বাহ্ন
খবরের আলো :
স্টাফ রিপোর্টারঃ আড়াইহাজার উপজেলা গোপালদী পৌরসভা রতœগরদী গ্রামেউক্তত ও কুপ্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে বিচার চাওয়ায়পিটিয়ে ৩জনকে আহত করেছে।
এলাকাবাসী ও ভুক্তভূগিরা জানান , গোপালদী পৌরসভা রতগরদী গ্রামেরপরিমল দাসের স্ত্রী মঞ্জুরী রাণীকে দীর্ঘদিন যাবৎ ধরে একই গ্রামের শ্রী কুলার চন্দ্র দাসের ছেলে রমেস চন্দ্র দাস (৪৫) উক্ত মঞ্জুরী রাণীকেউক্তত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে মঞ্জুরী রাণী তার স্বামীপরিমল দাসেরকাছে উক্ত বিষয়গুলো জানান। পরিমল দাস রমেসের বিরুদ্ধে গ্রামের পঞ্চায়েত কমিটির কাছেবিচার চাওয়ায় অভিযুক্ত রমেস দলবল এবং দেশীয় লাঠিশোঠা নিয়ে বুধবার সকাল ৯টায় পরিমলের বাড়িতে গিয়ে হামলা করে এবং ৩জন কেপিটিয়ে গুরতর আহত করেছে।
পরে তারা আত্বচিৎকার করলে গ্রামের আশেপাশের লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহতরা হলেন, মঞ্জুরী রাণী দাস (৩৫), তার মা দ্বিবা রাণী (৬০), পরিমল সহ ৩জন কে আহত করে। মঞ্জুরী রাণী হাসপাতালে ভর্তি আছে। এই ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।