সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৩:০৯ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: বিনা অপরাধে আমার ছেলে জেল খাটছে বলে দাবি করছেন সুন্দরবনের নদীতে মাছ ধরা শ্রমিক নুর মোহাম্মদ মোল্লা। তিনি বলেন মাছ ধরে আর ফাঁকে ফাঁকে চা বিক্রি করে আমার সংসার নির্বাহ হয়। অথচ আমি গরিব তাই আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে স্থানীয় ভেটখালির আরব আলির ছেলে নাটু গাজি। আমি আমার ছেলের মুক্তি চাই।
শ্যামনগর উপজেলা সোরা গ্রামের মাজন মোল্লার ছেলে নুর মোহাম্মদ শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন। তিনি বলেন নাটু গাজির সন্দেহ যে তার স্ত্রীর সাথে আমার ছেলে বজলুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে মোবাইল ফোনের মাধ্যমে। নাটু গাজি এমন একটি অভিযোগ দিলে জেলা গোয়েন্দা পুলিশ সম্প্রতি বজলুর রহমানকে ধরে নিয়ে যায়। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় গোয়েন্দা পুলিশ তাকে মুক্তি দেয়। নুর মোহাম্মদ মোল্লা অভিযোগ করে বলেন এতে সনষ্টি হতে না পেরে নাটু গাজি এবার শ্যামনগর থানা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বজলুর রহমানকে রায়নগর নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ বিষয় এসআই রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন বজলুর রহমান শ্যামনগর থানা মামলা নম্বর ২৬ তারিখ ৩১.০৩.১৯ এর আসামি। ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক হবার পর মামলার প্রধান আসামি বজলুর রহমানের নাম বলেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসআই রবিউল। সংবাদ সম্মেলন তিনি বলেন নাটুর সাথে তার স্ত্রীর বনিবনা নেই। আর এর দায় চাপানো হয়েছে তার ছেলে বজলুর রহমানের ওপর। তারই প্রতিশোধ নিতে তাকে মিথ্যা মামলায় জেল খাটতে হচ্ছে। আর এর নেপথ্য নায়ক নাটু গাজি। নুর মোহাম্মদ মোল্লা বলেন নাটুর বাবা আরব আলি অঢল সম্পদ ও টাকার মালিক। তার ছেলে টাকার জোরে দরিদ্র বজলুরকে বিনা কারণে জেল খাটাছে।
তিনি এ বিষয় পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেন এবং একই সাথে তার ছেলে বজলুর রহমানের মুক্তি দাবি করেন।