রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৮:২০ পূর্বাহ্ন
খবরের আলো :
মজুমদার সুদেব (পিরোজপুর) :প্রানের উৎসব বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রানের উৎসব বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দকে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসকের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শেষে সরকারি জেলা স্কুল মাঠে রং-বেরংয়ের বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা নাহিদ সিদ্দীকির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভারপ্রপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. ফকরুল আলম, এ্যাড. এম.এ মান্নান, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকিব, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।