খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: র্যাব ৬ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শহরে অভিযান চালিয়ে বিলাসবহুল পাজেরো জিপ গাড়িতে করে পাচারের সময় ১ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে।রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের সীমান্ত আবাসিক হোটেলের সামনে দাড়িয়ে থাকা বিলাসবহুল পাজেরো জিপ গাড়িতে অভিযান চালিয়ে বিশেষ ভাবে পাঁচটি বস্তায় ভরা ১ হাজার বোতল ফেন্সিডিল সহ আক্কাজ আলী নামের এক জনকে করেছে র্যাব।র্যাব ৬ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ সাতক্ষীরার কমান্ডার লেঃ এম মাহামুদুর রহমান মোল্লা (এস) জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনি কয়েকজন র্যাব সদস্য নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় সরকারি কর্মকর্তাদের ব্যবহারিত ফ্লাক লাগানো বিলাশবহুল (ঢাকা-মেট্রো- ঘ- ১১-১৬২৪) নাম্বারের গাড়ির ভিতরে অভিনব কায়দায় পাঁচটি বস্তায় ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি জানান গাড়িতে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি হলেন ঢাকা ধামরাইর উপজেলার সোমবাগ গ্রামের হারুনার রশিদের ছেলে আক্কাজ আলী। ভারত থেকে চোরা পথে আসা ফেন্সিডিলের চালান ঢাকায় পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছেন তিনি। এঘটনায় বিকালে সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।