শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১২:০১ পূর্বাহ্ন
উজ্জ্বল জোছনামালায় আমি নেই
আমি নেই নিকষ অন্ধকারে
নেই জোনাকির মলিন আলোয়
বাতাসের শব্দঝরা অপরাহ্ণে
ঝরা ফুলের বিষাদে আমি নেই
আমি নেই দুপুরের নিঃসঙ্গ রোদে
নেই কারো বুকের গভীরে
হিজল-তমালের ছায়ায়
প্রিয়তমার সুধা সান্নিধ্যে আমি নেই
আমি নেই সন্তানের হৃদয় মন্দিরে
নেই অমেয় সময়ের মহাসমুদ্রে
মানবতার বিবর্ণ আত্মায়
পৃথিবীর কোলাহল জেগে আছে
দিনের আলোয়, কচি পাতার সবুজে
শুধু আঁধারে মিশে গেছে আকুল অতীত
কেন জানি বুকের চাপা দীর্ঘশ্বাসগুলো
বারবার ফিরে আসে অযুত কল্পনায়
এখনো কী হেমন্তের নীল আকাশটাকে
টিপ পরায় রূপালি চাঁদ
আকাশের বিস্তর জমিন জুড়ে
খেলা করে উজ্জ্বল জোনাকি
ইট-পাথরে ঘেরা শহর-নগরে
ভীড় জমায় চেনা মানুষগুলো
পৌষের আকাশ জুড়ে খেলা করে
অজস্র তারার দল
সবুজ বৃক্ষগুলো সেজে থাকে অপরূপ
নাকি হিংলাজের তপ্ত বালুচরের মতো
তৃষ্ণার্থ ক্যাকটাসে ভরে উঠেছে চারপাশ
আমিহীন পৃথিবীর প্রান্তরজুড়ে
ছেয়ে থাকবে কী গাঢ় নীল অমাবস্যা
দীর্ঘ নিস্তব্ধতায় কাঁদবে কী অবিশ্রান্ত…