খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে দর্শকনন্দিত টিভি একুশ টেলিভিশনের ১৯ বছর পূর্তি ও ২০ বছর পদার্পণ।
রবিবার বর্ণাঢ্য র্যালি শেষে শুরু হয় এ অনুষ্ঠান। সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অগনিত শুভাকাংখীদের ভিড়ে জমে ওঠে বর্ষপূর্তির এ অনুষ্ঠান। এতে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। একুশ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন সাতক্ষীরার সর্বস্তরের সাংবাদিক, তাদের পরিবারবর্গ ও গন্যমান্য ব্যক্তিগন। তারা ফুল দিয়ে একুশ টিভির জন্মদিনের শুভেছা জ্ঞাপন করেন।