বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ১০:২৩ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
ফটিকছড়ির আপোষহীন সাংবাদিক দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি সোলেমান আকাশের উপর হামলা চালিয়েছে মুখোশ পড়া সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় দক্ষিণ ফটিকছড়ির আজাদী বাজার থেকে মোটর সাইকেল যোগে বাজার সংলগ্ন বাড়ি ফেরার পথে ৮/৯ জন সশস্ত্র দুর্বৃত্ত তার উপর এলোপাথাড়ি হামলা চালায়। সাংবাদিক আকাশ জানান, দুর্বৃত্তরা ছিল মুখোশধারী। তারা তাকে দেখেই হামলা করে মোটর সাইকেল থেকে ফেলে দেয়। তারপর এলোপাথাড়ি হামলা শুরু করে। হামলার সময় আকাশের চিৎকারে বাজার ফেরত অন্য পথচারীদের দেখে হামলাকারীরা পালিয়ে যায়। তার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হয়েছে । আঘাতে হাত, বাম পা ভেঙে গেছে। স্থানীয়রা গুরুতর আহত আকাশকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
চমেক হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শীলাব্রত বড়ুয়া বলেন ফটিকছড়ি থেকে গুরুতর আহত আজাদীর সাংবাদিক আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। বাম পা ভেঙ্গে গেছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতারের সরকারী মুটোফোনে একাধিকবার পোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
আকাশ ফটিকছড়িতে সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত। সড়ক নির্মানে অনিয়মের সংবাদ প্রকাশ করায় গত বছর প্রভাবশালী মহলের ইশারায় আইসিটি অ্যাক্টের মামলায় আসামী করা হয় তাকে। তখন আকাশের পক্ষে মাঠে নামে চট্টগ্রামের সাংবাদিক সমাজ। এদিকে সাম্প্রতিক কিছু সাহসী সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ ছিল বলে জানিয়েছেন হামলার শিকার সাংবাদিক আকাশ।
আপোষহীন সাংবাদিক আকাশের উপর যারা হামলা চালিয়েছে সেসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজীসহ সাংবাদিক নেতারা।
অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে।