মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৫:১১ অপরাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান বিশ্বাস ও উপজেলা সমবায় অফিসার এ.বি.এম হেলাল উদ্দীন প্রমূখ।