শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১০:১৫ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ রাকিব হোসেন, বরগুনা প্রতিনিধিঃ নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার মূল হোতা অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ও সারাদেশে শিশুদের প্রতি যৌন হয়রানি, ধর্ষন, নিপীড়ন, সহিংসতা বন্ধে ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবীতে বরগুনায় মানববন্ধন ও মৌন প্রতিবাদ ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) বরগুনার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বরগুনা মহিলা পরিষদ, বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,রেডক্রিসেন্ট বিদ্যানিকেতনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা অংশ নেন।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) বরগুনার সভাপতি আকিল আহমেদ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,
সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা মহিলা পরিষদের চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, সাধারন সম্পাদক সেলিনা আক্তার, এনসটিএফ এর সাবেক শিশু সাংবাদিক ও ডাকসু’র সদস্য মোঃ সাইফুল ইসলাম রাসেল, এনসিটিএফ এর সাবেক সভাপতি ও সদর উপজেলা ভলান্টিয়ার মোঃ সজিব হোসেন, বরগুনা সরকারি কলেজ এর শিক্ষার্থী কামরুল ইসলাম খালিদ, এনসিটিএফ এর শিশু সাংসদ মোঃ ইমরান হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আর কত নুসরাতকে এভাবে মানুষরূপী পিচাশদের আক্রোশের শিকার হতে হবে। নুসরাতকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেই সঙ্গে আগামী দিনে আর কোনও নুসরাত যেন এভাবে মানুষরূপি পশুদের আক্রোশের শিকার না হন, সেজন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।