রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:২২ পূর্বাহ্ন
খবরের আলো :
মিঠুন বসাক, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে শারীরিক প্রতিবন্ধী রোকসানা খাতুন হত্যার ঘটনায় দুই পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার ভোরে তাদের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘুরিয়া জিআর পাড়া গ্রাম থেকে গ্রেফতারের কথা জানিয়েছেন পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান।
গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার কৃতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘুরিয়া জিআর পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল আজিজ ও একই গ্র্রামের একাধিক হত্যা মামলার আসামী আকবর আলী।
তিনি বলেন, নিহত রোকসানা ছিল ওই গ্রামের মৃত তয়জাল প্রামানিকের মেয়ে।
পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান আরো বলেন, অন্যকে ফাসানোর জন্য প্রতিবন্ধী রোকসানা কে হত্যার পরিকল্পনা করে আব্দুল আজিজ ও আকবর আলী । এই হত্যার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত রোকসানা তার ভাই রেজাউল করিমের বাড়িতে থাকতেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। রাতে পাশের ঘরে থাকা তার ভাই-ভাবি চিৎকার শুনে বাইরে আসার চেষ্টা করেন। কিন্তু তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় বেরোতে দেরি হয়। বেশ কিছুক্ষণ পর বিকল্প চেষ্টায় ভাই-ভাবী বাইরে বের হয়ে রোকসানাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোকসানার মৃতদেহ উদ্ধার করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল বলেও জানান ওসি।