বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১১:১৩ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
ঝিনাইদহের শৈলকুপায় মায়ের চড়ের আঘাতে জান্নাতুল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার হাজামপাড়ায় এ ঘটনা ঘটে।
জান্নাতুল ওই এলাকার বকুল হোসেনের কন্যা। এ ঘটনায় পুলিশ শিশুটির মা আলেয়া বেগমকে আটক করেছে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, রোববার সকাল মেয়ের প্রতি রাগান্বিত হয়ে মা আলেয়া বেগম তার শিশু কন্যা জান্নাতুলকে চড় মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।