খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রবীন আওয়ামীলীগ নেতা মাষ্টার নরিম আলী’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানের উপজেলা পরিষদ কালিগঞ্জের সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতায় কাজ করবে। দলমত নির্বিশেষে পরামত সহিঞ্চতা বজায় রেখে জনকল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। বর্তমান সরকার জনকল্যানের সরকার, কৃষক বান্ধব সরকার, শিক্ষা বান্ধব সরকার, সর্বপরী জনকল্যানের সরকার দেশের ভাগ্য উন্নয়নে কাজ করছে। আমি নাজমুল ও দিপালী দিদি এক হয়ে আপনার সুখ দুঃখের সাথী হয়ে পাশে থাকবো। প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগিতা। আমরা আপনাদের ঋন শোধ করতে চাই। আমাদেরকে নির্বাচিত করে যে গুরু দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন তার মর্যাদা দিতে চাই। কালিগঞ্জ উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা রূপান্তরিত করতে চাই। আমরা সংবর্ধনা নিতে চাইনা, আপনাদেরকে সংবর্ধীত করতে চাই। আপনারা সমাজের বিভিন্ন পর্যায়ের আলোকিত ব্যাক্তিত্ব। আপনাদের দিক নির্দেশনা পেলে উপজেলাকে আলোকিত করতে পারবো। উপজেলাকে উন্নতি করতে হলে আসুন আমাদের সুবুদ্ধি পরামর্শ দিন। উন্নয়ন কল্পে পরামর্শ দিন। এখন থেকে নৌকা কিংবা আনারস নয়, আমরা সকলেই সমান। উপজেলা ১২ টি ইউনিয়নের ১শ ৮ টি ওয়ার্ডের মানুষের ভাগ্য উন্নয়নে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সাংবাদিকবৃন্দের সহযোগীতা চেয়ে তিনি আরও বলেন, নিজ নিজ অবস্থান থেকে উপজেলা পরিষদ কে এগিয়ে নিতে পাশে থাকুন। বিভিন্ন সমস্যা সমাধানে আমাকে পরামর্শ ও দিক নির্দেশনা দিবেন। আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, ঈমাম, পুরোহিত, চিকিৎসক, আইনজীবি ও সুধীবৃন্দ।