রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:৩৬ পূর্বাহ্ন
খবরের আলো :
মো: জসীম উদ্দীন চৌধুরী: গাজীপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাত যৌনকর্মীসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সিটি কর্পোরেশনের ভাওয়াল ন্যাশনাল পার্ক এলাকার হোটেল তাজমহল থেকে তাদের আটক করা হয়।
গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর দৈনিক খবরের আলোকে জানান, ওই এলাকার তাজমহল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের ম্যানেজার সুমন, সাত যৌনকর্মী ও ২১ জন খদ্দেরকে আটক করা হয়। আটকদের মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।