রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৩:২৩ অপরাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: গতদুই দিনেও সংস্কার করা সম্ভব হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। ফলে আবারও নতুন করে দুই গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক মৎস্যঘর। পানিবন্দী হয়ে পড়ছে সহস্রাধিক মানুষ। ইতি মধ্যে ভেঙ্গে পড়ছে বেশকিছু কাঁচা ঘর-বাড়ি। স্বেছা শ্রেমের ভিত্তিতে সংস্কার কাজ চালিয়ে গেলেও সেটি আজও সম্পূর্ণ সংস্কার করা সম্ভব হয়নি। ইতি মধ্যে গবাদিপশু, শিশু ও বৃদ্ধাদের অন্য স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। এলাকা বাসীর অভিযোগ গত দুইদিন ধরে ভাঙ্গন দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসনের পক্ষে থেকে কোন সহযঝগিতা পাওয়া যায়নি। তবে আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, সোমবার ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের পরিমল মন্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে গত দুদিন প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা এবং শ্রীউলা ইউনিয়নের কলিমাখালি ও হাজরাখালী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের। এদিকে, ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত দুইদিনে বাধ মেরামতের চেষ্টা করেও জোয়ার শুরু হওয়ায় আজও তারা ব্যর্থ হয়েছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বার্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান বলেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুত বেড়িবাঁধ সংস্কারের কাজ সম্পন্ন হবে বল তিনি আরো জানান।