বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৫:৪৩ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় স্থানীয় জঙ্গিগোষ্ঠী জামাত আল তৌহিদের দায় স্বীকারের একদিন পর ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে। খবর আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের।
মঙ্গলবার (২৩ এপ্রিল) আইএস পরিচালিত সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সিতে শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়া হয়েছে।
এর আগে, দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামাতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে সরকার। এছাড়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, তারা শ্রীলঙ্কা হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার ধরনের কিছু আলামত পেয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) ইস্টার সানডের সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও আরো দুটি স্থাপনায় সংঘবদ্ধ বোমা হামলায় ৩২১ জনের প্রাণহানি ও আরো ৫ শতাধিক মানুষ আহত হয়। দেশটিতে এক দশকের গৃহযুদ্ধ অব্সানের পর এটাই ছিল সবচেয়ে প্রাণঘাতী নৃশংসতা।