সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:১৮ অপরাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর গৃহবধূ গনধর্ষনের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে অটক করেছে পুলিশ। অটক ও গ্রেপ্তারকৃতরা হল উপজেলার ধুলাসর ইউনিয়নের রবিউল (২৮) ও মামুন (২৪)। ঘটনার সত্যতা স্বীকার করে মহিপুর থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মামলার এজারভুক্ত তিন নম্বর আসামী রবিউলকে এবং জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্যেখ, গত ১৫ এপ্রিল রাতে জেলার কলাপাড়া উপজেলার ধুলাসর ইউনিয়নের নতুনপাড়ায় জোর পূর্বক ঘরে প্রবেশ করে স্বামীকে বেধে তার সামনে স্ত্রীকে গণধর্ষন করা হয়েছে। মামলার আসামী আল-অমিনের মাছের ঘরে নিয়ে দ্বিতীয় দফায় ওই গৃহবধূকে ধর্ষন করা হয়েছে। এসময় ধর্ষক দল ধর্ষিতার স্বামী ছিদ্দিক হাওলাদারকে নির্মমভাবে নির্যাতন করেছে। বর্তমান স্বামী ও স্ত্রী দুজনই চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার ধর্ষিতার স্বামী ছিদ্দিক বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোুগ দায়ের করেছেন। মামলর আসামীরা হল একই এলাকার মৃত মনু মাঝির ছেলে শাহ আলম, মনির হাওলাদারের ছেলে শাহিন, রবিউল, আল-আমিন, আব্দুর রশিদ, শাকিলসহ ১০ থেকে ১২ জন।