সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:১৮ অপরাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী অন্ধ কল্যান সমিতি (বিএনএসবি) চক্ষু হাসপাতালের নব গঠিত কমিটি বাতিলসহ নির্বাচনের তফসিল ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে হাসপাতালের আজীবন সদস্যরা। মঙ্গলবার দুপরে সবুজবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনএসবি চক্ষু হাসপাতালে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশ শেষে মানববন্ধন করে সদস্যরা। সমাবেশে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে অবৈধ কমিটি বাতিল করে নির্বাচনী তফসিল ঘোষণা করার দাবী জানান। অন্যথ্যায় ৭ দিন পরে হাসপাতালে সেবা ঠিক রেখে প্রশসনিক ভবনে তালা মেরে দেয়ার ঘেষণা দেয়। এরপরেও যদি নির্বাচন না দেয়া হয় পরবর্তিতে বৃহত্তর আন্দোলনের হুমকী দেন।