মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:১১ অপরাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : নানা আয়োজনে পটুয়াখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রথম দিনে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। র্যালী ও আলোচনা সভায় সিভিল সার্জন, চিকিৎসক, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’।