রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
রাজনীতিবীদদের সাথে শোবিজ তারকাদের মেলবন্ধন সারা বিশ্বেই চোখে পড়ার মতো। বিশেষ করে ভারতে এর দৃষ্টান্ত সবচেয়ে বেশী। বেশ কিছুদিন আগে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যায় বলিউডের একঝাঁক তারকার সঙ্গে।
ওই সময় বলিউড তারকাদের মুম্বাই থেকে নাকি দিল্লীতে ডেকে পাঠিয়েছেন মোদী নিজেই। আর তার যাকে সাড়া দিয়ে দিল্লী ছুটে গেছেন করণ যোহর ছাড়াও রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, একতা কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেদনেকরসহ অনেকেই।
এরপর বলিউড সেলেবদের একাধিক টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন জানিয়েছিলেন, তারা যেন তাদের ভক্তদের ভোট দেওয়ার কথা বলেন৷ এই সেলেবদের তালিকায় ছিলেন সালমান খান, শাহরুখ খান, আলিয়া ভাট, আনুশকা শর্মাসহ আরো অনেকে৷
একটি টুইটে তিনি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, করণ জোহরকে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য নতুন কিছু করতে অনুরোধ করেছিলেন৷ অনেকেই এর প্রত্যুত্তর দিলেও শাহরুখের উত্তরের জন্য অপেক্ষা করছিলেন তার ভক্তরা৷ আর এই উত্তর দিতে শাহরুখের কেন দেরি হল সে কারণ এবার স্পষ্ট হয়ে গেল৷
টুইটারে শাহরুখ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রিয়েটিভিটির জন্য বলেছিলেন৷ আমার একটু দেরি হয়ে গেল ভিডিও তৈরি করতে গিয়ে৷
ভিডিওতে দেখা যাচ্ছে- শাহরুখ জনসাধারণকে আবেদন জানাচ্ছেন, তারা যেন তাদের ভোটটি যথাসময় দেন৷