সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৩:৪১ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
সারা দেশব্যাপী চলমান তাপদাহ আজ হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। তবে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা কম।
শনিবার সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ‘এখন তো কালবৈশাখীর সিজন, তবে আজকে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা কম। ঢাকায় দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে কিছুটা বাতাস হতে পারে। বজ্রপাতসহ কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।’
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের ওপর আঘাত হানতে পারে কি না জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, ‘নিম্নচাপটার ব্যাপারে এখনো বলা যাচ্ছে না। এখন সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আগের অবস্থায় আছে। ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এখনো বলা যাচ্ছে না। এটির অবস্থান এখন শ্রীলঙ্কা থেকে আরো দক্ষিণে, ফলে ঘূর্ণিঝড়ে রূপ নিলে কোথায় আঘাত হানবে তাও বলা যাচ্ছে না।’
গত কয়েকদিনের তাপদাহ ও ভ্যাপসা গরম সম্পর্কে জানতে চাইলে আব্দুর রহমান জানান, মূলত নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলেই ভ্যাপসা গরম পড়েছে। আজ তাপদাহ হ্রাস পাবে।’