সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১০:০০ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা সঙ্কটের মধ্যেই এ পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।
বিবিস’র খবরে জানা যায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারকে আরও চাপে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
শুক্রবার (২৬ এপ্রিল) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক ওয়েবসাইটে এ ঘোষণা দেয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সিনিয়র বিচারক কার্লো পাডিলার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ভেনেজুয়েলার চলমান সংকটে তার ভূমিকা রয়েছে বলে অভিযোগ এনেছে আমেরিকা।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেন, মাদুরো সরকারের পক্ষে যেসব ব্যক্তি কূটনীতি ও বিচারকাজ পরিচালনা করবে তাদেরকেসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবে ওয়াশিংটন।