বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ১২:০৫ পূর্বাহ্ন
খবরের আলো রিপোটঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের মেধা ও উদ্যম কাজে লাগাতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদককে সমাজের ক্ষত উল্লেখ করে এসব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহবান জানান তিনি। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েদের মানসিক বিকাশ ঘটে। তাই ক্রীড়াঙ্গনের ব্যাপারে সরকার বরাবরই আন্তরিক।
ভয়েসওভার: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, খেলাধুলার মধ্য দিয়েই ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এর ফলে শুধু শারিরীক বিকাশই হয় না, মানসিক বিকাশও ঘটে। যার মধ্য দিয়ে আগামীতে দেশে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দূর্নীতি হলো সমাজের ক্ষত। এসব থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। গড়ে তুলতে হবে সম্মিলিত প্রতিরোধ।
প্রধানমন্ত্রী বলেন, যারা এবার পুরষ্কার পায়নি পরবর্তীতে তাদের পুরষ্কার পাওয়ার সুযোগ থেকে যায়। সেভাবেই নিজেকে গড়ে তুলতে তরুন প্রজন্মের প্রতি আহ্বান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।