শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৯:৩০ অপরাহ্ন
খবরের আলো :
মহিউদ্দিন আহমেদ,শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে অন্যতম বিদ্যাপিঠ তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান (২৭ এপ্রিল ) শনিবার জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
তেলিহাটি ইউপি চেয়্যারম্যান ও বিদ্যালয় কমিটির সভাপতি আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ,উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, সম্মানিত অতিথি ছিলেন,শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান,বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নোমান হাওলাদার,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহ্তাব উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা ও সহযোগীতায় ছিলেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সকল সদস্যরা এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ।