বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:২৫ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: ’’বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইড আইনি সেবাদান’’ এই প্রতিপাদ্যকে সামন রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯। দিবসটি উপলক্ষ্যে সাতক্ষীরায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগ রবিবার সকালে শহরের পুরাতন জজ কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটিি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নতুন জজ কোর্ট চত্বর এস শেষে হয়। এরআগে সকালে বেলুন উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা ও দায়রা মফিজুর রহমান। এসময় সেখান আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মেরিনা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম প্রমুখ। এরপর সেখানে একে একে অনুষ্ঠিত হয় স্বেছায় রক্তদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।