খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : মাত্র আটাশ বছর বয়সে একুশবার নিজে রক্ত সেচ্ছায় দান করে মানবসেবায় অন্যান্ন দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরার তরুন যুবক মোঃ আফ্রিদি। জনাব আফ্রিদি সাতক্ষীরা ব্লাড মিডিয়ার অন্যতম সমন্বয়কারী ও ২০১৮ সালের সেরা সংগঠক মোঃ আফ্রিদী’র ২১ তম রক্তদান: স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন সাতক্ষীরা ব্লাড মিডিয়ার অন্যতম সমন্বয়কারি এবং সামাজিক সংগঠন ‘আমরা সাতাশ সাতক্ষীরা’ এর কনিষ্ঠ সদস্য মো: শহিদ আফ্রিদী আজ ৩০ এপ্রিল মঙ্গলবার একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে তার ব্যক্তিগত ২১ তম রক্তদান করেন। উল্লেখ্য গত ৩০ জানুয়ারী ১৯ তারিখে নিজের জন্মদিনে মোঃ আফ্রিদী তার ২০ তম রক্তদান করেছিলেন, তার ঠিক তিন মাসের মাথায় ২১ তম রক্তদান করলেন আঠাশ বছর বয়সী এই তরুণ। মানবতার এ সেবক সম্পর্কে জেলার নের্তৃস্হানীয় রক্তদানকারী সংগঠন ‘সাতক্ষীরা ব্লাড মিডিয়া’র সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেভিড বলেন “মোঃ আফ্রিদী কেবল একজন নিয়মিত রক্তদাতাই নন, একজন দক্ষ সংগঠকও। নিজে রক্তদানের পাশাপাশি নতুন রক্তদাতা সংগ্রহ, নিয়মিত রক্তদাতাদেরকে উদ্বুদ্ধ করা, হাসপাতাল /ক্লিনিকে যেয়ে রোগীদের খোজখবর নেওয়া এবং সংগঠনের অন্যান্ন কাজ অত্যন্ত আন্তরিকতার সাথে করে থাকেন এই মানবপ্রেমী। যেকারনে এবছর ১৪ই ফেব্রুয়ারি আমদের রক্তদাতা সমাবেশে তাকে ২০১৮ সালের সেরা সংগঠক হিসাবে সন্মানিত করা হয়। তার মতো একজন তরুণ আমাদের সমাজের জন্য অনুকরনিয় দৃষ্টান্ত হতে পারে। এ ব্যাপারে তরুন উদিয়মান মানবপ্রেমি যুবক সকলের ভালবাসার পাত্র জনাব শহীদ আফ্রিদি বলেন, যখন একটি অসহয় অসুস্থ মানুষকে রক্ত দেওয়ার পরে তাকে সুস্থ হতে দেখে তার মুখের হাসিটা দেখলে আমি মনে করি পৃথিবীর বুকে এর থেকে বড় কোন পুরস্কার আর হতে পারেনা। সবথেকে আনন্দঘন মুহুর্ত আমি ঐ সময়টা ফিল্ড করি। আমি সাতক্ষীরা ব্লাড মিডিয়ার মাধ্যমে এই মহান কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পেরে আমি অত্যান্ত গর্বিত মনে করি। আমার এই কাজের পিছনে সবচেয়ে যাদের অনুপ্রেরণা ও উৎসাহ ছিলো সামাজিক সংগঠন ” আমরা সাতাশ সাতক্ষীরা” এই সংগঠনের সকল সদস্য বড় ভাইদেরকে আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করি।