রবিবার, ১০ জানুয়ারী ২০২১, ০১:০৬ অপরাহ্ন
খবরের আলো :
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মাহে রমজানকে সামনে রেখে বিভিন্ন রেষ্টুরেন্টকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখা ও রান্না করায় ৫টি হোটেলের কাছ থেকে মোট ৬২হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা এ আদালত পরিচালনা করেন।
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের জরিমানা, ছবি: বিডি স্বাধীন কন্ঠ
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলী বাবা সুইটস্কে বিশহাজার, নিউ চাদপুর হোটেল এন্ড মিষ্টি ঘরকে ১৫হাজার, আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার, রাজধানী রেষ্টুরেন্ট থেকে ২হাজার ও বরমী হোটেল থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী আদালতের বিচারক ফাতেমাতুজ জোহরা বলেন, ভোক্তাদের সুন্দর পরিবেশে ভাল মানের পরিবেশন করার জন্য ভ্রাম্যমান আদালতের ধারাবাহিকতা অব্যাহত থাকবে