শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৯:৪৪ অপরাহ্ন
খবরের আলো :
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলা বাজার এলাকায় অগ্নিকাণ্ডে একটি দোকান সহ তিনটি বসত ঘর পুড়ে গেছে।
বুধবার (১ মে) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রশাদ পাল জানিয়েছে রঙ্গিলা বাজারের মৃত আমীর উদ্দিনের ছেলে মান্নানের ভাড়া দেওয়া সোহেলের জান্নাত এন্টার প্রাইজের ঝুটের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী তিনটি বসত ঘর ও আনসার ভিডিপিদের একটি অফিস রুম আগুনে ভস্মীভূত হয়। দোকানের ঝুটসহ বসতবাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়।
ধারণা করা হচ্ছে, আগুন লাগার কারণে প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।