শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৪:৪৪ পূর্বাহ্ন
খবরের আলো :
আবেদিন,বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ঘোষপাড়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে বসু মহাজনের বসতঘর। এতে বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়,সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই অগ্নীকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা কিরীটি রঞ্জন বড়ুয়া বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ আগুনে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।