রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০২ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
গুগলের ফ্লাগশিপ ফোন গুগল পিক্সেল৩ ও পিক্সেল৩ এক্সএল দু’টি আজ নিউইয়র্কে উন্মোচিত হতে যাচ্ছে। পিক্সেল৩ এক্সএল ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোন দু’টিতেই থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ৯ পাই অপেরাটিং সিস্টেম।
ইতিমধ্যেই ইন্টারনেটে একাধিক রঙে দেখা গিয়েছে এই দুটি স্মার্টফোন।
পিক্সেল ৩ ফোনে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং পিক্সেল ৩এক্সএল ৬.৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে। দুটি ফোনেই থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৪ জিবি র্যাম।
গুগল পিক্সেল ফোনের দু’টি ভার্সনেই থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকবে একটি ১২.২ মেগাপিক্সেল ক্যামেরা।
গুগল পিক্সেল৩ তে নচ থাকবে
৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন গুগল পিক্সেল৩ আর পিক্সেল৩ এক্সএল।পিক্সেল ৩ এর ভিতরে থাকতে পারে ২৯৫০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে পিক্সেল ৩এক্সএল এ থাকতে পারে ৩৪৩০এমএএইচ ব্যাটারি।
পিক্সেল ৩ স্মার্টফোনটির ৬৪ জিবি স্টোরেজ ভার্সনটি ইউকে’তে ৭৩৯ পাউন্ড (৮১,০০০ হাজার) এবং ১২৮ জিবি ভার্সনের মূল্য ৮৩৯ পাউন্ড (৯২,০০০) টাকায় বিক্রি হচ্ছে।