সোমবার, ০১ মার্চ ২০২১, ০২:২৪ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
ভারতের উত্তর প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত।
বুধবার ভোর ৬টার দিকে রায়বরেলির হরচান্দপুর রেলওয়ে স্টেশন থেকে ৫০ মিটার দূরে নিউ ফারাক্কা এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হলে হতাহতের এ ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলা হয়, দুর্ঘটনায় ৪৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হতাহতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও রয়েছে। ঘটনাস্থলে গেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুঁটে যান রেলমন্ত্রী পীযূষ গয়াল, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি-সহ রেলের পদস্থ কর্তারা। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি রেলের তরফ থেকে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা হয়।
ইতোমধ্যে লক্ষ্ণৌ ও বারানসি থেকে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর কয়েকটি দল উদ্ধারকাজ শুরু করে দিয়েছে।