শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৯:৫২ অপরাহ্ন
খবরের আলো :
মহিউদ্দিন আহমেদ,শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্যানারে ৩ টি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিজনেস বাংলাদেশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি তানভীর আহমেদ এবং মহিদুল আলম চঞ্চল এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়( ৩এপ্রিল) শুক্রবার বিকেল ৫ টায়।
তিনটি ধাপে অনুষ্ঠান টি পরিচালিত হয় অতিথিদের আলোচনা, সম্মাননা স্মারক প্রদান,অনলাইন সাংবাদিকদের সংবর্ধনা।
প্রথমেই কোরআন থেকে তেলোয়াত করেন থানা মোড় মসজিদ এর ইমাম শহীদুল্লাহ সরকার।
শুরুতেই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়েরর সাবেক প্রধান শিক্ষক, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ দেলোয়ার হোসেন মিয়া উদ্বোধনী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র, আবেদ আলী গার্লস স্কুল এবং মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো আমজাদ হোসেন বি এ।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস বাংলাদেশ পত্রিকার মফস্বল ইনচার্জ ইমরান মাসুদ
আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেস ক্লাব এর সভাপতি আমজান হোসেন মুকুল, সাধারন সম্পাদক ড. এ কে এম রিপন আনসারী,জেলা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি শাহীন আহমেদ,জেলা প্রেস ক্লাব এর অর্থ বিষয়ক শফিকুল ইসলাম ভূঁইয়া,জেলা প্রেস ক্লাব এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফ মন্ডল ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেইলী স্টার পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবুবকর সিদ্দিক আকন্দ , শ্রীপুর রিপোর্টাস ইউনিট এর সভাপতি নজরুল ইসলাম, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি সম্মানিত সদস্য মহিউদ্দিন আহমেদ, যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ,বাস্তব চিত্রের সম্পাদক হাবিবুর রহমান মানিক,শ্রীপুর রিপোর্টাস ইউনিট এর সহ সভাপতি আবুল কালাম আজাদ,শ্রীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক হারুনুর রশীদ মন্ডল।
উপস্থিত ছিলেন সাংবাদিক তানজীদ আশ্রাফ,এস এম জহিরুল ইসলাম,আমানুল্লাহ,খন্দকার মাসুদসহ আরও অনেকে।
সম্মাননা স্মারক প্রদান করা হয় আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক মেহেদী হাসান বাবু কে।
শিক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক দেওয়া হয় বীর মুক্তিযুদ্ধা মো দেলোয়ার হোসেন মিয়াকে,শিক্ষা ও সমাজ সেবায় সম্মাননা স্মারক দেওয়া হয় প্যানেল মেয়র আমজাদ হোসেন বিএ কে,
গনমাধ্যম ক্যাটাগরিতে সম্মাননা স্মারক দেওয়া হয় জেলা প্রেস ক্লাব এর সভাপতি,সাধারন সম্পাদক আমজাদ হোসেন মুকুল,ড. একেএম রিপন আনসারী, ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি আবুবকর সিদ্দিক আকন্দ সম্মাননা স্মারক দেওয়া হয়,
শ্রীপুর রিপোর্টাস ইউনিট এর সভাপতি নজরুল ইসলাম মাহবুব কে সম্মননা স্মারক তুলে দেওয়া হয়,শিক্ষা ক্ষেত্রে সম্মাননা স্মারক দেওয়া হয় শ্রীপুর কারিগরি কলেজ এর প্রভাষক হাবিবুর রহমান মানিক কে।
পরবর্তীতে নবনির্বাচিত অনলাই সাংবাদিকদের জেলা অনলাইন প্রেস ক্লাবে পদ পাওয়ায় সংবর্ধনা শেষে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।