মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
দেশীয় ছবির গ্লামারাস চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। নাম ‘সেইভ লাইফ’। পপির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও আনিসুর রহমান মিলন। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন কুমার প্রীতীশ বল। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, আমার লেখা সেইফ লাইফ ছবিটি কোনও গতানুগতিক ধারার চলচ্চিত্র না। এটি একটি তথ্যভিত্তিক চলচ্চিত্র। যদিও এখানেও আছে প্রেম, অভিমান, হাসি, কান্না।প্রথমবারের মতো বাংলাদেশে ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে তৈরি ছবিটি পরিচালনা করবেন কাজী আমিনুল ইসলাম।এ ব্যাপারে পপি বললেন, কাজের ক্ষেত্রে আমি মানের গুরুত্ব দিচ্ছি। সেই জায়গা থেকে এটি একটি সচেতনতামূলক চলচ্চিত্র হতে যাচ্ছে। আমি ভিন্নতা পছন্দ করি। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চাই। অভিনয়ের সুযোগ আছে এমন কাজ করতে চাই। আমার বিশ্বাস নতুন ছবিটির মাধ্যমে দর্শক যেমন বিনোদন পাবেন তেমনি কিছু শেখারও থাকবে।জানা গেছে, গল্পে ফেরদৌস একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা থাকেন। সেখানে এক দুর্ঘটনা থেকে পপিকে রক্ষা করেন। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পপি এখন আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ও সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং করছেন। এছাড়া সম্প্রতি বুলবুল বিশ্বাসের ‘কাটপিস’ নামে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।