শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৯:৫৬ অপরাহ্ন
খবরের আলো :
শ্রীপুর( গাজীপুর )প্রতিনিধি: শ্রীপুর পৌরসভার এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি ফণীর আঘাতে বিদ্যুতের ভেঙে পড়া খুঁটি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন আলম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
(৪মে) শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। মৃত শাহিন রংপুরের পীরগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে। শাহিন মাস্টার্স কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক বলে জানা গেছে।
মাস্টার্স কন্সট্রাকশনের মালিক জসিম বলেন, শনিবার বিকেলে ফণীর আঘাতে পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়িতে একটি নারকেল গাছ ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ে। এতে বিদ্যুতের খুঁটির ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে খুঁটিটি মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়। কাজ শুরুর পর পাশের আবুল হোসেনের বাড়ির জেনারেটররের বিদ্যুৎ খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শাহিন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে ।