বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:২৭ অপরাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিবসহ জেলায় ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে সাতক্ষীরা সরকারি কলেজের কাছে রওশন আরা ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সে তার সহযোগীদের নিয়ে গোপন মিটিং করছিলো দাবি করছে পুলিশ।
আসাদুল্লাহ আল গালিব সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের খালেক গাইনের ছেলে ও সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে যে আসাদুল্লাহ আল গালিব (২৪) ওই ছাত্রাবাসে এসে গোপন মিটিং করছে। এ খবর পেয়ে তিনি তার সাথে পুলিশের বেশ কয়েকজন সদস্য নিয়ে সেখানে হানা দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অনেকেই পালিয়ে গেলেও ধরা পড়ে যায় গালিব।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু সংখ্যক নিষিদ্ধ বইপত্র উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ বিষয় আরও বিস্তারিত তথ্য দেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে, আজ গালিবসহ জেলায় মোট গ্রেফতারের সংখ্যা ৫১ জন।