রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১০:০৯ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
জীবনে কখনো অন্যের কাছ থেকে দাড়ি কামিয়ে নেননি বলে জানিয়েছেন, ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তবে এবার সেই রেকর্ড ভেঙে এক মেয়ের হাতে দাড়ি কামিয়েছেন।
জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের বনওয়ারি টোলা গ্রামের দুই বোন নেহা এবং জ্যোতি। নিজেদের গ্রামেই তাদের বাবার ছোট্ট সেলুন। ২০১৪ সালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাদের বাবা।
সংসারের হাল ধরতে বাবার পেশায় পা রাখেন দুই বোন। শুরুতে নিজেদের পরিচয় গোপন করে পুরুষের নাম নিয়ে কাজ চালাতেন তারা। সেলুনে কাজ করেই বাবার চিকিৎসা, সংসার এবং নিজেদের পড়াশোনা সামলেছেন।
তাদের কথা সম্প্রতি ভারতের বহু সংবাদপত্রে প্রকাশ হয়। তাদের নিয়ে একটি বিজ্ঞাপনও তৈরি হয়েছে। সেসব দেখে তাদের সঙ্গে দেখা করতে যান শচীন টেন্ডুলকার।
‘barbershop girls’-এ গিয়ে দাড়ি কামান তিনি। সেই ছবিও পোস্ট করেছেন শচীন। সবাইকে অবাক করে দিয়ে লিখেছেন, আপনারা হয়তো জানেন না, এর আগে আমি অন্য কারো কাছে শেভ করাইনি। সেই রেকর্ড আজ ভেঙে গেল। ‘barbershop girls’-দের সঙ্গে দেখা করতে পেরে আমি গর্বিত।