রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৫:৪৪ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
ভারতের রাজনীতিবিদদের কথার লড়াই যেন কিছুতেই থামছে না। এবার সেই লড়াইয়ে ভালোভাবেই যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক জনসভায় রাজীব গান্ধীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তিনি।
ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন জানায়, মোদি রাজীব গান্ধীকে শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করেছেন। এ সম্পর্কে মোদি বলেন, রাজীব গান্ধী ছিলেন এক নম্বরের দুর্নীতিগ্রস্ত। মূলত রাহুল গান্ধীকে ঠেকাতেই এমন কথা বলেন মোদি।
বোফর্স কেলেঙ্কারির কথা তুলে এদিন রাহুল গান্ধীকে মোদি বলেন, আপনার বাবা তার পারিপার্শ্বিক মানুষদের কাছে ‘মিস্টার ক্লিন’ হতে পারেন, কিন্তু তার জীবন শেষ হয়েছে দুর্নীতিগ্রস্ত নাম্বার ওয়ান হয়ে। আশির দশকে বোফর্স কেলেঙ্কারির কথা সামনে আসে। ১৯৯১ সালে রাজীব গান্ধী নিহত হন।
এদিকে মোদির এ কথার জবাব রাহুল দিয়েছেন টুইটারে। মোদির জনসভার এই উক্তি প্রসঙ্গে টুইটারে মোদির তীব্র সমালোচনা করেন রাহুল। মোদির উদ্দেশে তিনি লেখেন, লড়াইটা শেষ। অপেক্ষা করুন আপনার কর্মফলের। আপনার নিজস্ব চিন্তা-ভাবনাকে আমার বাবার নামে চালানোর চেষ্টা করবেন না। এই ধরনের রাজনীতি আপনাকে বাঁচাতে পারবে না।