রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১১:৩৪ অপরাহ্ন
খবরের আলো :
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। শ্রীপুর উপজেলার বরমী ও এমসি বাজারে রোববার রাত ও সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আজিম ভূঁইয়া (৩২) ও মফিজুল ইসলাম (১৭)।
আজিম ভূঁইয়া গাজীপুরের কালিগঞ্জ উপজেলার আড়াবাঙ্গি খোলা গ্রামের আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে; সে শ্রীপুরের রিদিশা নিটিং নামের একটি কারখানায় ইলেকট্রিশিয়ানের কাজ করত। মফিজুল ইসলাম বরনল লামাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে গাড়ির জন্য অপেক্ষমান আজিম ভূঁইয়াকে (৩২) চলন্ত একটি বাস চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) আব্দুল মালেক জানান, রোববার রাতে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কের বরনল নামাপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মফিজুল ইসলাম নামের এক কিশোর নিহত হয়। উভয় ঘটনার নিহতদের মরদেহ তাদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।