বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৬:৩৯ অপরাহ্ন
খবরের আলো :
মিঠুন বসাক, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মা ইলিশ রক্ষার্থে যমুনা নদীর বিভিন্ন মোহনায় অভিযান চালিয়ে ০৩ (তিন) জনকে আটক করে ভ্রাম্যামান আদালত ১৫ (পনের) দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সারাদিনব্যাপী উপজেলার যমুনা নদীর বিভিন্ন মোহনায় অভিযান চালিয়ে মানিকগঞ্জের দৌলতপুরের চরকাটারি গ্রামের গেঞ্জু শেখের ছেলে মোঃ সবুজ (২৬),একই গ্রামের মেহের মোলার ছেলে নজরুল (২০) ও বাচামারা গ্রামের গোরদীস শিকদারের ছেলে মোঃ মানিক (৩২) কে আটক করে ।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী মৎস্য অফিসার মোঃ মাসুম বিলাহ, চৌহালী থানার এস.আই মুক্তার হোসেন, ক্ষেত্রসহকারি মোঃ শফিকুল ইসলাম ও এস.আই আবু বক্কার প্রমুখ। অবৈধ ভাবে মা ইলিশ আরোহনকারী ৩জন কে আটক করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫দিনের জেল দিয়ে হাজতে প্রেরণ করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত ৩৫০০ মিটার কারেন্ট জাল জোতপাড়া নৌঘাটে জনতার সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।