রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
গ্রেনেড হামলার রায় প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি হলো- বিএনপির পক্ষ থেকে আগামীকাল ১১ অক্টোবর ঢাকাসহ সারাদেশের মহানগর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৩ অক্টোবর ছাত্রদলের সারাদেশে বিক্ষোভ মিছিল, ১৪ অক্টোবর যুবদলের সারাদেশে বিক্ষোভ মিছিল, ১৫ অক্টোবর সেচ্ছাসেবক দলের সারাদেশে বিক্ষোভ। ১৬ অক্টোবর বিএনপি ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে। এছাড়া ১৭ অক্টোবর মহিলা দল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও ১৮ অক্টোবর শ্রমিক দল ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে।
এর অাগে আজ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন।
রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
একইসঙ্গে বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়া মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।