বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫০ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠককালে এ জামায়াত-বিএনপি’র ৬ নেতাকর্মীকে আটক করেছে। বুধবার বিকালে উপজেলার ঝিকরা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোঃ মোসলেম গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ (৫০), মৃত হারুন খাঁর ছেলে মোঃ আঃ ওহাব (৫৬), গয়ড়া গ্রামের আলহজ্ব আঃ রশিদের ছেলে মাওলানা আনোয়ার হোসেন (৪৮), আবুল হোসেনের ছেলে সোয়াইব হোসেন (৫০), মৃত আফসারের ছেলে শওকত আলী (৪০) ও মৃত সুলতান আহম্মেদের ছেলে মোঃ শহিদুল্লাহ (৫০)।