বুধবার, ০৬ জুলাই ২০২২, ১০:৫৪ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
অভিন্ন রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করতে আজ রাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বসতে যাচ্ছেন বিএনপি, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা।
যে দাবি ও লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচন করবে সেগুলো আজ চূড়ান্ত হবে। একইসঙ্গে আন্দোলনের কর্মসূচিও ঠিক হবে। এরপর সংবাদ সম্মেলন বা সমাবেশের মাধ্যমে দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে।
বুধবার তারা বৈঠক করে একটি খসড়া তৈরি করেন। আজ রাতে বৈঠকে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আবদুল মালেক রতন।
এ প্রসঙ্গে আবদুল মালেক রতন বলেন, আমাদের দাবি-দাওয়া প্রায় অভিন্ন। এ অবস্থায় আমরা দাবি ও লক্ষ্য ঠিক করে একসঙ্গে আন্দোলনে নামব।
জানা গেছে, ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠেয় বৈঠকে দাবি-দাওয়া ঠিক করার পাশাপাশি নির্বাচন-পরবর্তী লক্ষ্য নির্ধারণ, জোটের নাম এবং কর্মসূচি চূড়ান্ত করার কথা রয়েছে।