খবরের আলো :
]আনোয়ায় হোসেন শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা এলাকার শীতলক্ষা নদীর ওপর ২৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ৩১৫ মিটার দীর্ঘ ‘অ্যাডভোকেট রহমত আলী সেতু “টি নির্মাণ করা হয়। আগামীকাল বৃহঃবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি গনভবনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী সেতুটি উদ্ভোধন করবেন। এ সময় গনভবন এ উপস্থিত থাকবেন গাজীপুর-০৩ আসনের সাংসদ আলহাজ্ব এ্যড.মোঃ রহমত আলী,বিষয়টি নিশ্চিত করেছেন এ্যড.রহমত আলী এম.পির ব্যাক্তিগত সহকারি এস.এম জাহাঙ্গীর আলম সিরাজী। এ সেতু দিয়ে সহজেই শ্রীপুর-ময়মনসিংহ ও কিশোরগঞ্জে যাওয়া যাবে।প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই সেতুটি সবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।
সালের ১০ অক্টোবর। ২০১৭ সালের ২০ জানুয়ারি সেতুর কাজ শেষ হয়।৩১৫ মিটার দীর্ঘ সেতুটি শ্রীপুর, কাপাসিয়া উপজেলা, ময়মনসিংহের গফরগাঁও ও কিশোরগঞ্জ সদরের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে। পাশাপাশি শ্রীপুর উপজেলার চারটি ও কাপাসিয়া উপজেলায় চারটি ইউনিয়নের মানুষ সেতুটি থেকে উপকৃত হবে।