খবরের আলো :
মো.শাকির আহম্মেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: শ্রীমঙ্গল শহর ও শহরতলীর বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন বিরোধী অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এ ঝটিকা অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, রান্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য বিক্রয় করা, খাবার পণ্যে রং মিশানো,যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা রাখাসহ বিভিন্ন অপরাধে আখলাক ফার্মেসীকে ৩ হাজার, বিপুল পাল হোটেলকে ৫ শত, মাহবুব ষ্টোরকে ১ হাজার ৫শত, জাকিয়া ভেরাইটিজ ষ্টোরকে ৮ শত টাকাসহ মোট ৫ হাজার ৮ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল খয়েরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।