রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫৪ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর রেলগেট এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের চার সদস্য।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) দিবাগত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত অসীম রায় বাবু (২৯) একজন মাদক ব্যবসায়ী। তিনি চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বল গ্রামের গুরুসদয় রায়ের ছেলে।
আহত র্যাব সদস্যরা হলেন- র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ। তাদের চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের মুরাদপুর এক নম্বর রেলগেট এলাকায় মাদক ব্যবসায়ীদের আস্তানায় হানা দেয় র্যাব-৭ এর একটি দল।
অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করে। এতে র্যাবের চার সদস্য আহত হন। র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।