শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৩৯ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আদালতে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের পর ক্লিয়ার হয়ে গেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের নৈতিকতা ও ভাবমূর্তি এখন তলানিতে। তারা নৈতিকতা ও ভাবমূর্তি হারিয়ে সন্ত্রাস ও রাজনীতিকে সমার্থক করে ফেলেছে।’
শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে মাদারীপুরে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী রোববার পদ্মা সেতুর রেলসংযোগ নির্মাণকাজ উদ্বোধন করবেন। এই কাজের অগ্রগতি এবং মাদারীপুর ও শরীয়তপুর অংশে জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শনে আসেন সেতুমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে দায়দায়িত্ব এড়াতে পারেন না। একুশে আগস্টের গ্রেনেড হামলায় তারও বিচার হওয়া উচিত।’
তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচনে আসবে কিনা এটি তাদের ব্যাপার। এ অবস্থায় তারা কী করবে এটিও তাদের ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো মাথাব্যথা নেই।
‘বিএনপি সকালে একটি বলে বিকালে আরেকটি বলে। নির্বাচনে অংশগ্রহণ করা তাদের অধিকার। আমরা কি তাদের দাওয়াত দিয়ে নির্বাচনে আনব। গত নির্বাচনে যায়নি ভুল করেছে। তার মাসুল এখন দিচ্ছে।’
বৈরী আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর কর্মসূচি ১৩ অক্টোবর শনিবারের পরিবর্তে ১৪ অক্টোবর রোববারে নির্ধারণ করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হকও ছিলেন।