রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২০ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিকাপুরে মাইক্রোবাস ও অটোভ্যানের মুখামুখি সংঘর্ষে চালক-যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার কালিকাপুর ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানচালক উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী গ্রামের কাদের আলীর ছেলে আমজাদ হোসেন (৪০) ও ভ্যানযাত্রী মোড়দিয়া গ্রামের ময়দান আলীর মেয়ে শান্তনা খাতুন (১৮)।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শুক্রবার ভোরে ভ্যানে করে স্পিনিং মিলে যাচ্ছিলেন দুই নারী শ্রমিক। কালিকাপুর এলাকায় পৌঁছলে বিপরীতগামী একটি মাক্রোবাসের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আমজাদ হোসেন মারা যান।
স্থানীয়রা ভ্যানে থাকা ২ নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে শান্তনা খাতুন মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, জানতে পেরেছি ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন মারা গেছে।