বুধবার, ০৬ জুলাই ২০২২, ১১:১১ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে আগামী সোমবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে সম্পাদক পরিষদ।
আজ শনিবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে শুধু সম্পাদক পরিষদের সদস্যরা অংশ নেবেন।
শ্যামল দত্ত বলেন, এটি আমাদের স্থগিত কর্মসূচি, নতুন করে আবার পালন করা হবে।
সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। সর্বশেষ এতে গত ৮ অক্টোবর স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। যার মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়।