বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:৫৭ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
নেপালের মাউন্ট গুরজায় তুষারঝড়ের কবলে পড়ে আট পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নেপালি গাইডও রয়েছেন। আট সদস্যের পর্বতারোহী দলের একজন এখনও নিখোঁজ রয়েছেন।
শনিবার ভোরে উদ্ধারকারী দল ক্যাম্পের ধ্বংসস্তুপের মধ্যে সাত পর্বতারোহী ও তাদের নেপালি গাইডের মৃতদেহ দেখতে পেয়েছে।
দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্বতারোহীদের একটি দল ও তাদের গাইডের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারে করে মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
নেপালের কর্মকর্তারা জানান, তুষারঝড়ে ওই পর্বতারোহীদের ক্যাম্প সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এদিকে ঝড়ো বাতাস এবং প্রচণ্ড তুষারপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
নেপাল পুলিশের এক মুখপাত্র বলেন, ভাঙা গাছ এবং লণ্ডভণ্ড তাবু দেখে মনে হচ্ছে সেখানে তুষারঝড় হয়েছে। মৃতদেহ গুলোও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
‘ওয়াংচু শেরপা অব ট্রেকিং ক্যাম্প নেপাল’ এ অভিযানের আয়োজন করেছে। তারা জানায়, প্রায় ২৪ ঘণ্টা আগে পর্বতারোহী দলটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা দলটির খোঁজ শুরু করে।
এদিকে তাদের উদ্ধারের জন্য গতকাল হেলিকপ্টার পাঠানো হয়েছে। উচ্চতার দিক দিয়ে গুরজা বিশ্বে সপ্তম স্থানে। এটি নেপালের অন্নপূর্ণা অঞ্চলে অবস্থিত। বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পাহাড়ের মধ্যে আটটিই নেপালে।