রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
১৭৮টি সদস্য রাষ্ট্রের ভোটে ২০১৯-২১ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। যদিও মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হতে ৯৭ ভোট প্রয়োজন। এবার নিয়ে তিনবার (২০০৯-১২, ২০১৫-১৭ এবং ২০১৯-২১) বিজয়ী হলো।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রসমূহের সরাসরি ও গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৭৮ ভোট পেয়ে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপুল ভোটে জয়লাভ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন উপস্থিত জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিগণ।
এশিয়া প্রশান্ত গ্রুপ থেকে এ নির্বাচনে বাংলাদেশের পাশাপাশি ভারত, বাহরাইন, ফিজি ও ফিলিপাইন নির্বাচিত হয়েছে।