খবরের আলো :
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের বকুলতলা চত্বরে শনিবার বিকালে বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ডের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী সেচ্ছাসেবকলীগের আয়োজনে ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে বাংলাদেশ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী। বড়দল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আ. আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান আ. আলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছসেবকলীগের উপদেষ্টা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম মনজুরুল ইসলাম, বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মালী, বীর মুক্তিযোদ্ধা লেয়াকাত আলী, যুবলীগ নেতা আছাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা মহাসিন আলম লিটন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডলের পরিচালনায় এসময় বীরমক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।